মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে অনুবাদ

TechtunesBd

This is a video tutorial with bangla voice about how to translate a word document? Microsoft embedded a translator with Microsoft office which has similar perfection as other translator tools.


মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেভাবে অনুবাদ করবেন

ভাষান্তর বা অনুবাদ আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয়। কোন আর্টিক্যাল, মেসেজ, পেসেজ বা টেক্সট অন্য ভাষায় থাকলে তা নিজ ভাষায় অনুবাদ করে খুব সহজে পড়া যায়। এই অনুবাদের কাজ করার জন্য বিভিন্ন ধরনের ট্রানলস্লেটর প্রোগ্রাম বা টুলস রয়েছে, তাদের মধ্যে গুগল ট্রান্সলেটর ও মাইক্রোসফট ট্রান্সলেটর অন্যতম।

তবে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে অবশ্যই ইন্টারনেট কানেকশন দরকার হয়। যেখানে মাইক্রোসফট ট্রান্সলেটর মাইক্রোসফট অফিসের সাথে সংযুক্ত থাকায় অফলাইনে বা ইন্টারনেট ছাড়াও এই ট্রান্সলেটর ব্যবহার করা যায়। মাইক্রোসফট ট্রান্সলেটর ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কে অনুবাদ করার প্রক্রিয়াটি ধাপে ধাপে জানতে

ছোট ভিডিও টিউটরিয়ালটি

দেখুন।

আশা করি সবকিছু ঠিকভাবে বুঝতে পেরেছেন। আর বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন। আর ভাল লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। টেকটিউনস এর সাথেই থাকবেন।