ভারতীয়দের তথ্য হাতাতে সাইবারে চীনের হানা!

TechtunesBd

ভারতের সাইবার জগতে একাধিকবার হানা দিয়েছে চীন। এমনই অভিযোগ করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ভারতের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা সাইবারপিস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে।

ওই সাইবার নিরাপত্তা সংস্থাটি বলছে, চীনের গুয়াংডং এবং হেনান প্রদেশের হ্যাকাররা ভারতে তথ্য হাতাতে একাধিকবার হানা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত গত অক্টোবর এবং নভেম্বর– এই দুই মাসই ভারতে উৎসবের মরশুম। সশরীরে কেনাকাটার তুলনায় করোনা আবহে অনেকেই অনলাইন কেনাকাটার দিকে ঝুঁকেছেন। ক্রেতাদের টানতে একাধিক আকর্ষণীয় অফারও দেয় ই–কমার্স সংস্থাগুলো। আর ওই অফারকেই কাজে লাগিয়ে এই কাজ করেছে ওই হ্যাকাররা।

মূলত, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কাজে লাগিয়েই এই কাজ করত চীনা হ্যাকাররা। ই–কমার্স সংস্থা ফ্লিপকার্ট, আমাজনের অফার দিতে ভুয়ো ইউআরএল তৈরি করেছিল।

হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে ক্রেতাদের মধ্যে তা ছড়িয়ে দিত। থাকত ভুয়ো পুর‌স্কারের প্রলোভনও। আর কোনও ক্রেতা যদি সেই ফাঁদে পা দিয়ে ওই লিংকে ক্লিক করতেন, তাহলেই তার সমস্ত তথ্য চলে যেত হ্যাকারদের হাতে।

সুত্রঃ techzoom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *