বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স A to Z ll আবেদন করার নিয়ম ll পরীক্ষার সাজেশন

TechtunesBd


বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স A to Z ll আবেদন করার নিয়ম ll পরীক্ষার সাজেশন:

আশাকরি সবাই ভাল আছেন। অনেকদিন পর আজ একটি নতুন বিষয় নিয়ে হাজরি হলাম। বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষায় আবেদন করার নিয়ম ও পরীক্ষার সাজেশন ।চলুন তাহলে শুরু করি


বৈদ্যুতিক


সুপারভাইজার


সার্টিফিকেট


পরীক্ষায়


আবেদন


করার


নিয়ম :

প্রথমে বৈদ্যুতিক  লাইসেন্স বোড অথবা এর ওয়েব সাইট www.eacei.gov.bd থেকে ফরম ডাউনলোড করতে হবে। ফরম পূরন করে সোনালি ব্যাংকে চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে  ফরম প্রয়োজনীয় কাগজপত্র ও চালান এর কপি সহ  সরাসরি অথবা ডাকযোগে বৈদ্যুতিক  লাইসেন্স বোড এ জমা দিতে হবে।


বিস্তারিত জানতে


ভিডিও লিংক ক্লিক করুন।


বৈদ্যুতিক


সুপারভাইজার


সার্টিফিকেট


পরীক্ষার


সাজেশন:

এই সার্টিফিকেট পরীক্ষায়  সুধুমাত্র

মৌখিক ও ব্যবহারিক

পরীক্ষা হয়।


গ  গ্রুপ এর প্রশ্ন সাজেশন:

১.ইলেট্রিক্যাল হাউজ ওয়ারিং

২.বিভিন্ন ক্যবল, সাকিট ব্রেকার ও ডিবি, এসডিবি প্যানেল বোড।

৩. বিভিন্ন মিটার

৪.ওয়ারিং করার কাজে ব্যবহত হ্যান্ড টুলস

৫.বিভিন্ন সেফটি টুলস।

৬. বিল্ডিং এর সিঙ্গেল লাইন ডায়াগ্রাম।


প্রশ্নের




বিভিন্ন


ধরন


জানতে


নিচের


ভিডিও


টি


দেখুন




ভিডিও


টি


দেখতে



এখানে


ক্লিক


করুন






খ গ্রুপ এর প্রশ্ন সাজেশন

১.  মোটর

২.  ক্যবল ও সাকিট ব্রেকার

৩.  এসডিবি, ডিবি, এলটি প্যানেল

৪.  পিএফ আই প্যানেল

৫.  সাব-স্টেশন

৬.  জেনারেটর

৭.  বিভিন্ন সেফটি টুলস।


প্রশ্নের




বিভিন্ন


ধরন


জানতে


নিচের


ভিডিও


টি


দেখুন




ভিডিও


টি


দেখতে



এখানে


ক্লিক


করুন






ক গ্রুপ এর প্রশ্ন সাজেশন

১. ট্রান্সমিশন লাইন

২. ডিস্টিবিউশন লাইন

৩. সাব-স্টেশন

৪. সাব-স্টেশন ট্রন্সফারমার

৫. সাব-স্টেশনের বিভিন্ন সেফটি ডিভাইস

৬. বাংলাদেশের পাওয়ার সিস্টেম।


প্রশ্নের




বিভিন্ন


ধরন


জানতে


নিচের


ভিডিও


টি


দেখুন




ভিডিও


টি


দেখতে



এখানে


ক্লিক


করুন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *