বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরার এমডি

Bonikbarta

ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইআইসিসিআই) বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড২০২০ পেলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। একই অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকেও। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আইআইসিসিআইয়ের সভাপতি অতুল কুমার সাকসেনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শামীম রেজা।

অনুষ্ঠানে দোরাইস্বামী বলেন, আধুনিক বাণিজ্যে কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের বিশ্বাসের মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ে। ব্যবসাবাণিজ্যে একই সঙ্গে বড় হওয়া যায়। বাংলাদেশের সঙ্গে ব্যবসার মাধ্যমে আমরা প্রযুক্তি, বিনিয়োগ কর্মসংস্থানে নতুন নতুন দ্বার উন্মুক্ত করতে পারব। ভারতের সঙ্গে ব্যবসাবাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পুরস্কার গ্রহণকালে বসুন্ধরার এমডি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমাদের পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে। একই সঙ্গে দুই দেশের ব্যবসাবাণিজ্য আমরা এগিয়ে নিয়ে যাব। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *