বেসিক কম্পিউটার প্রশিক্ষণ [পর্ব-১] : মাইক্রোসফট ওয়ার্ড Basic Computer Training.

TechtunesBd

কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার লিখতে বসলাম। আশা করা যায় সবাই ভালো আছেন।

নতুন ভাবে যেহেতু লিখা শুরু করেছি তখন অবশ্যই নতুন কিছু নিয়েই আসছি আপনাদের সামনে।

নতুন ভাবে বেসিক কম্পিউটার থেকে এডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে থাকবে আমার পর্ব।




ভিডিও টিউটোরিয়াল


তো চলুন প্রথমে দেখে নেয়া যাক  কি কি থাকবে পরবর্তীতে আপনাদের জন্য।

১। বেসিক কম্পিউটার (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট)

২। বেসিক ইন্টারনেট (ব্রাউজিং, সার্চিং, ওয়েব রিসার্চ)

৩। অফ পেজ এস, ই, ও (সব কিছু)

৪। লিড জেনারেশন

৫। ডিজিটাল মার্কেটিং (ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইন্সটাগ্রাম)

৬। ফ্রিল্যান্সিং (মার্কেটপ্লেস পরিচিতি, একাউন্ট ক্রিয়েশন পদ্ধতি, কাজের পদ্ধতি)

তবে ফ্রিল্যান্সিং বিষয়টা থাকবে ১৫ থেকে ২০ টি সিরিয়াল এ এবং যারা এই টপিকস এ আগ্রহ প্রকাশ করবেন তাদেরকে কমপক্ষে ৫ থেকে ৬ মাস একাধারে লেগে থাকতে হবে।

তাহলে আসি ১ম থেকে।

আজকের এই পর্ব থাকবে বেসিক কম্পিউটার নিয়ে। এই পর্বে মাইক্রোসফট ওয়ার্ড এর হোম মেনু এর টূলস নিয়ে আলোচনা করা হবে।

তো চলুন শুরু করা যাক।

হোম মেনুতে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, ফন্ট, স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, টেক্সট ইফেক্ট, ফরমাট পেইন্টার, ফন্ট কালার, টেক্সট হাইলাইট, বুলেট, নাম্বারিং, মাল্টীলেভেল লিস্ট, এলাইন (রাইট, লেফট, মিডল, জাস্টিফাই), লাইন এন্ড পেরাগ্রাফ স্পেসিফিং, ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার, ইঙ্ক্রিয়েজ ইনডেন্ট, ডিক্রেজ ইনডেন্ট, সর্ট, ফাইন্ড, রিপ্লেস, এই অপশন গুলা থাকে।

এই সমস্ত টুলস এর ব্যবহার নিয়ে আপনাদের জন্য থাকছে আমার ভিডিও টিউটোরিয়াল।

ভিডিও দেখুন, কোন সমস্যা হলে টিউমেন্ট এ জানান, নিজে দেখুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।

তো আজ এই পর্যন্তই।

পরবর্তী পর্বে আবার দেখা হবে।

ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *