আস্সালামুয়ালাইকুম। নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টিউনে আলোচনা করবো কিভাবে পিসিতে গুগল ক্রম ক্র্যাশ-ল্যাগ যেন না করে তার কিছু সমাধান। তো চলুন শুরু করা যাক।
গুগল ক্রম সবার কাছেই জনপ্রিয় একটি ব্রাউজার। আমরা যারা মোবাইল, পিসি ইউজার আছি সবার কাছেই এর সমান কদর রয়েছে। কিন্তু এই ব্রাউজার এর কিছু সমস্যাও আছে। মোবাইল ব্যবহারকারীরা এই সমস্যার সম্মূখীন না হলেও যারা পিসি-ল্যাপটপ ব্যবহার করে তাদের এই সমস্যার মুখোমুখি হতে হয়।
বিশেষ করে যারা লো-লেভেলের পিসি-ল্যাপটপ ব্যবহার করে থাকে তাদের। অনেক সময় দেখা যায় ব্রাউজার ওপেন হতে অনেক সময় লাগে আবার অনেক সময় ওপেন হওয়ার সময় ব্রাউজার ক্রাশ করে। আমি নিচে কিছু নিয়ম দেখাবো এই সমস্যার কিছু সমাধান।
মেথড ১ঃ
প্রথমে যে ডিরেকটরিতে ক্রম ব্রাউজার ইন্সটল করা আছে সেই ফোল্ডারটি ওপেন করুন (রাইট বাটনে ক্লিক করে Open file location)
এরপর “
Properties
” এর উপর ক্লিক করুন।
এরপর “
Compability
” তে ক্লিক করে “
Compability mode
” টিক চিহ্ন’তে ক্লিক করে
OK
করে দিন।
যাদের উপরের নিয়মে হবে না তারা নিচের নিয়ম অনুসরণ করুন।
মেথড ২ঃ
এই নিয়মে আপনারা গুগল ক্রমেরই আরেকটি ভার্সন পাবেন। নাম গুগল ক্রম ক্যানারি। এটিও গুগল ক্রমেরই একটি অংশ। এটিকে গুগল ক্রমের লাইট ভার্সনও বলতে পারেন। গুগল ক্রম ক্যানারি ওপেন হতে গুগল ক্রমের চেয়ে কম সময় নেয়। এটি ব্যবহার করতে কোনো সেটিং করা লাগবে না এছাড়াও এটি তেমন ক্রাশও করে না। নিচে ডাউনলোড লিংক দেয়া হলোঃ
ডাউনলোড করুন
মেথড ৩ঃ
এই ব্রাউজারটির নাম ক্রমিয়াম। এটিও গুগল ক্রম ক্যানারি মতো। আপনি চাইলে এটিও ব্যবহার করতে পারেন। এটি ও ব্যবহার করতে কোনো সেটিং করা লাগবে না। এগুলো ব্রাউজার মূলত লো-লেভেলের পিসির জন্য রিলিজ দেয়া। নিচে ডাউনলোড লিংক দেয়া হলো। আপনাদের পিসির আরকিটেক্ট অনুযায়ী ডাউনলোড করে নিন নির্দিষ্ট ভার্সন।
ডাউনলোড করুন
আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
সৌজন্যঃ
PoraLikha.com