নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেস্তোরাঁ খুলছেন মেক্সিকোর ব্যবসায়ীরা

Bonikbarta

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে অপরিহার্য নয় এমন কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে মেক্সিকো সরকার। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী মেক্সিকো সিটিতে পাঁচ শতাধিক রেস্তোরাঁ সোমবার পুনরায় চালু করা হয়েছিল। রেস্তোরাঁ মালিকরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের সামনে কেবল দুটি পথ খোলা রয়েছেনিষেধাজ্ঞা উপেক্ষা করা নয়তো ব্যবসা একেবারে বন্ধ করে দেয়া। খবর এএফপি।

চুয়াটেমক জেলার কুইব্রেচো রেস্তোরাঁর মালিক গিলিয়ানো লপ্রেস্টি বলেছেন, আমরা এতটাই মরিয়া যে রেস্তোরাঁ খুলতে বাধ্য হয়েছি। কারণ তারা আমাদের যে বিকল্প দিয়েছে, তা হলো মৃত্যু। আমাদের পদক্ষেপ বিদ্রোহ নয়; বরং সাহায্য প্রার্থনা করা।

পাঁচ শতাধিক রেস্তোরাঁ নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে বলে মনে করা হচ্ছে। গ্রাহকদের জন্য তাপমাত্রা পরীক্ষা, কর্মীদের মাস্ক ফেস শিল্ড ব্যবহারসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে একচতুর্থাংশ আসন ব্যবহার করে কুইব্রেচো রেস্তোরাঁ খুলে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *