নারায়ণগঞ্জে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু

Bonikbarta

কম সময় অল্প খরচে নভেল করোনাভাইরাস টেস্টের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। এর মধ্য দিয়ে নমুনা দেয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল (রিপোর্ট) পাওয়া যাবে। গতকাল দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমান পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল পেতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লেগে যায়। তবে আধুনিক প্রযুক্তির  র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা দেয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করা যাবে। পিসিআর ল্যাবের পরীক্ষার সমান ফি ১০০ টাকাই নেয়া হবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে। নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। যাদের দ্রুত ফলাফল প্রয়োজন তাদের অগ্রাধিকার দেয়া হবে।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, টিকা দিলেই করোনা ঝুঁকিমুক্ত বা নিরাপদ ভাবলে চলবে না। টিকার ওপর ভরসা না করে মহান সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে হবে। টিকা দেয়ার পরও সবাইকে সতর্কতা অবলম্বনসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারের সভাপতিত্বে আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিধান চন্দ্র পোদ্দার।