নতুন আরেকটি এআর চশমা আনছে অপো

TechtunesBd

দ্বিতীয় প্রজন্মের অগমেন্টেড রিয়ালিটি ( এআর চশমা ) উন্মোচন করতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপো।

১৭ নভেম্বর প্রতিষ্ঠানের ‘ফিউচার টেকনোলজি’ সম্মেলনে এআর চশমাটি উন্মোচন করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

ইতোমধ্যে চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে নতুন এআর চশমাটির একটি পোস্টার প্রকাশ করেছে অপো। আগের তুলনায় এবারের চশমাটি পরতে আরামদায়ক হবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

নতুন চশমাটির দুই লেন্সের কোণায় দুইটি ক্যামেরা রেখেছে অপো। এ ছাড়াও এতে থাকবে ডেপথ সেন্সর। পাশাপাশি বিচ্ছিন্ন তরঙ্গনির্দেশক প্রযুক্তি, ভয়েস ইন্টারঅ্যাকশন সমর্থন এবং ৩ডি সাউন্ড থাকবে ডিভাইসটিতে।

চলতি বছরের শুরুতে ঘোষণাকৃত প্রতিষ্ঠানের নিজস্ব হাইব্রিড জুম পেরিস্কোপও দেখিয়েছে অপো। ৩.৩এক্স থেকে ৫.৪এক্স এবং ১১এক্স পর্যন্ত হাইব্রিড জুম করতে পারে এই হাইব্রিড লেন্স।

গত বছরের শেষে ‘অপো ইনো ডে’-তে প্রথম এআর হেডসেট এবং পর্দার ভেতরের সেলফি ক্যামেরা প্রযুক্তি উন্মোচন করেছিলো প্রতিষ্ঠানটি।