দু’তিনদিন পর মাঠে ফেরার আশা তাসকিনের

Jagonews24

আগের দিন (সোমবার) নেটে বোলিং করতে গিয়ে ফলো থ্রু’তে বল থামাতে গিয়ে বাঁ-হাতের কব্জিতে ব্যাথা পেয়েছিলেন। সন্ধ্যার পর রাতে ক্রিকেট পাড়ায় খবর ছড়িয়ে পড়ে তাসকিনের হাতের আঙ্গুল ফেটে গেছে। সেলাইও দিতে হয়েছে।

যদিও বিষয়টা সত্য ছিল না। এ মুহূর্তে জৈব সুরক্ষা বলয় মেনে জাতীয় প্রাথমিক বহরের সাথে হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে থাকা বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সোমবার রাতেই জানান, ‘ব্যাথা খুব গুরুতর কিছু নয়। হাতে সেলাই দিতে হয়নি। ফ্র্যাকশ্চার হবার প্রশ্নই আসে না। ৪৮ ঘণ্টা নিবিঢ় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।’

এদিকে গতকাল মধ্যরাতে জাগো নিউজের কাছে তাসকিন নিজেই তার অবস্থার কথা জানিয়েছেন। তাসকিনের দেয়া ভাষ্যমতে, তার তেমন কিছুই হয়নি। ব্যাটসম্যানের খেলা স্ট্রোক ফলো থ্রু’তে থামাতে গেলে বাঁ-হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনির মধ্যখানে গিয়ে লাগে।

তাতে করে ওই স্থানের ওপরের চামড়া খানিকটা ছিলে গেছে। যা দুই-তিন দিনের মধ্যে সেরে যাবে বলে তাসকিনের বিশ্বাস।

এদিকে আজ মঙ্গলবার তাসকিনের ব্যাপারে জাগো নিউজের সাথে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। তিনি জানান, ‘হ্যাঁ, বল থামাতে গিয়ে হাতে ব্যাথা পেয়েছে খানিকটা। হয়ত একটু ছিড়ে গেছে।’

তবে নান্নুর কথা, ‘আমরা চিন্তিত নই। কারণ, এখনো ওয়ানডে সিরিজ শুরুর এক সপ্তাহেরও বেশি সময় বাকি। তাসকিন হয়তো দুই-তিন দিনেই নেটে ফিরতে পারবে।’

এআরবি/আইএইচএস/এমএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *