টাকা বা এমবি ছাড়া ভারত এবং বাংলাদেশের সকল চ্যানেল আপনার মোবাইলে দেখুন।

TechtunesBd

আমরা বেশিরভাগ সময় বাড়িতে থাকতে পারি না যার জন্য আমরা আমাদের ফেভারিট সেগুলো দেখতে পারিনা।কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একদম ফ্রিতে এমবি বা টাকা ছাড়া ভারতের এবং বাংলাদেশের সকল চ্যানেল দেখতে পারবেন। এরমধ্যে কি স্টার জলসার ডসকভারি আর টিভি মাছরাঙ্গা জি বাংলা কালার্স বাংলা ইত্যাদি আরো অনেক চ্যানেল পাবেন এবং এর জন্য আপনাকে কোন প্রকার টাকা বা এমবি খরচ করতে হবে না। আমি নিজেও এই পদ্ধতিতে টিভি দেখে থাকি তাই ভাবলাম ট্রিক্সটি আপনাদের সাথেও শেয়ার করি।তো আপনি যদি ফ্রিতে টিভি দেখতে চান তাহলে আপনাকে একটি নতুন বিকাশ একাউন্ট খুলতে হবে।তো প্রথমে আমি বলব কিভাবে আপনারা বিকাশ একাউন্ট খুলবেন তারপর শেষে বলবো কিভাবে আপনারা বিকাশ এপস থেকে টিভি দেখবেন।টিভি দেখার জন্য আপনাকে অবশ্যই নতুন আপডেট বিকাশ এপস টি ব্যবহার করে একাউন্ট করতে হবে না হলে দেখতে পারবেন না।আপনার যদি আগে বিকাশ অ্যাপস থেকে থাকে তাহলে অ্যাপসটি আনইনস্টল করুন।এবং নিচের লিং থেকে বিকাশ অ্যাপস টি ইন্সটল করুন

প্রথমে আপডেট বিকাশ এপস টি এখান থেকে ইন্সটল করুন

ডাউনলোড করুন

যেভাবে একাউন্ট করবেন

  • প্রথমে উপরের ডাউনলোড করুন এ ক্লিক করে বিকাশ অ্যাপস টি ইন্সটল করে ওপেন
  • লগইনরেজিস্টার এ ক্লিক করুন
  • এরপর আপনার মোবাইল নাম্বার দিন এবং একদম নিচে ডান পাশে➡️ তীরের মত একটি চিহ্ন আছে সেখানে ক্লিক করুন
  • এরপর আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে আপনার সিমটি যদি মোবাইলেই থাকে তাহলে ভেরিফিকেশন করতে অটোমেটিক্যালি বসে যাবে তারপর আবার তীরের মত চিহ্নে ক্লিক করুন
  • এরপর শর্তাবলী আসবে বিকাশ এপস এর তো আপনার একদম নিচে এসে আবার তীরের মত চিহ্নে ক্লিক করুন
  • এরপর আপনার আইডি কার্ডের ছবি তুলতে বলবে তো আপনি ডানপাশে তীরের মত চিহ্নে ক্লিক করবেন তারপর আইডি কার্ড এর সামনের অংশের ছবি তুলবেন এ কিভাবে আইডি কার্ডের পেছনের অংশের ছবি তুলবেন এবং সাবমিট এ ক্লিক করবেন অথবা ডানপাশে তীরের মত চিহ্নে ক্লিক করবেন।
  • এরপর আপনার ইনফরমেশনগুলো শো করবে একদম নিচে এসে ডানপাশে আবারো তীরের মত চিহ্নে ক্লিক করবেন
  • এরপর আপনার লিঙ্গ আপনারা এর উৎস ইত্যাদি সিলেক্ট করতে বলবে তো আপনার ইচ্ছামত এগুলো সিলেক্ট করবেন এবং ডান পাশে দিনের মতো চিহ্নে ক্লিক করবেন
  • এরপর আপনার নিজের ছবি তুলতে বলবে তো আপনি তীরের মত চিহ্নে ক্লিক করার পর একটি স্ক্রীন ওপেন হবে। তারপর আপনি আপনার মোবাইলটি দিয়ে সেলফি তোলার মতো করে আপনার মুখের সামনে আনবেন এবং আপনার মুখটি যেন গোল অংশে দেখা যায় তারপর কয়েকবার চোখের পলক ফেলবেন তাহলে ছবিটি প্রসেস হবে।
  • এরপর নিশ্চিত করুন অথবা ডানপাশে তীরের মত চিহ্নে ক্লিক করবেন
  • আপনার নাম্বারে বিকাশ থেকে ম্যাসেজ আসার পর*247#ডায়াল করে আপনার 5 ডিজিটের পিন নাম্বারটি সেট করে নেবেন
  • পিন নাম্বার সেট করার পর আপনি আপনার বিকাশ অ্যাপস এসে আপনার পিন নাম্বার দিয়ে আবার ডান পাশে তিল এর মতো চিহ্নে ক্লিক করবেন
  • এরপর বাংলা সিলেক্ট করবেন
  • এরপর আপনার নাম দিতে বলবে আপনার নাম দিবেন অথবা ডান পাশে skip এ ক্লিক করবেন
  • আবারো স্কিপ এ ক্লিক করে অ্যাপসে প্রবেশ করবেন
  • অ্যাপস এ প্রবেশ করার পর আপনাকে 100 টাকা বোনাস দেয়া হবে এবং 25 টাকা মোবাইল রিচার্জ করলে আরো 50 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে

যেভাবে ফ্রিতে টিভি দেখবেন

  • বিকাশ এপস এর ডান পাশ থেকে মেনু অপশনে ক্লিক করবেন
  • লাইভ টিভি অপশন এ ক্লিক করবেন যেটা 5 নাম্বার অপশনে থাকবে
  • এরপর আপনার সামনে চ্যানেলের আইকন আসবে আপনি যে চ্যানেলটি দেখতে চান সেই চ্যানেলের উপর ক্লিক করে আপনার পছন্দের চ্যানেলের লাইভ শো দেখতে পারবেন।