জিমেইল স্মার্ট ফিচার্স এ নতুন সেটিং গুগলের

TechtunesBd

জিমেইল স্মার্ট ফিচার্স এবং পার্সোনালাইজেশনের ক্ষেত্রে নতুন সেটিংয়ের মাধ্যমে গ্রাহককে ডেটার ওপর আরও নিয়ন্ত্রণ এবং ভালো অভিজ্ঞতা দেওয়ার ঘোষণা দিয়েছে

গুগল

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, শীঘ্রই আপনি নতুন একটি সেটিং দেখতে পাবেন, যার মাধ্যমে জিমেইল, মিট এবং চ্যাটিংয়ের ডেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ডেটার মাধ্যমে এই সেবা এবং অন্যান্য গুগল সেবায় ‘স্মার্ট’ ফিচার্স সুবিধা পাবেন গ্রাহক।

গুগলের পণ্য ব্যবস্থাপক মালিকা মানোহারান বলেছেন, “ভাবুন, জিমেইলে ট্যাবড ইনবক্স, স্মার্ট কম্পোজ এবং স্মার্ট রিপ্লাই;

গুগল অ্যাসিস্টেন্ট

আপনাকে বিলের কথা স্মরণ করিয়ে দিচ্ছে এবং গুগল ম্যাপস-এ রেস্টুরেন্টের বুকিং।”

আলাদাভাবে এই স্মার্ট ফিচারগুলোর ক্ষমতা নতুন কিছু নয়।

বিবৃতিতে মানোহারান বলেছেন, “এখানে নতুন বিষয় হলো ডেটা প্রক্রিয়াকরণে স্পষ্ট পছন্দ, যার মাধ্যমে এগুলো সম্ভব হচ্ছে।”

গ্রাহকের ডেটা এবং গোপনতা সুরক্ষা দিতে গুগল পণ্য, জিমেইল, মিট এবং চ্যাটিং নকশাগতভাবে সুরক্ষিত৷

মানোহারান আরও বলেছেন, “আগে এই স্মার্ট ফিচারগুলোর সেবা স্বয়ংক্রিয় ফিচারের মাধ্যমে দেওয়া হতো, ম্যানুয়াল পর্যালোচনার মাধ্যমে নয়৷ আর গুগল বিজ্ঞাপনও জিমেইলে আপনার ব্যক্তিগত তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয় না, আপনি যে অপশনই বাছাই করেন না কেনো৷”

ডেটার ওপর আরও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ দিতে এ বছরের শুরুতেই ডিফল্ট সেটিংস হিসেবে ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার অপশন চালু করেছে গুগল৷

আরো পড়ুনঃ