হোয়াটসঅ্যাপের ভিডিও বা ভয়েস কল শুধুমাত্র মোবাইল সংস্করণে চালু থাকলেও এবার যুক্ত হচ্ছে ওয়েবে। ইতোমধ্যে ওয়েব সংস্করণে যুক্ত হতে যাওয়া ফিচারটির পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন,
হোয়াটসঅ্যাপের
মোবাইল সংস্করণে ৮ জন ব্যবহারকারী একটি কলে যুক্ত হতে পারেন। তবে ওয়েবে এই সংখ্যা বাড়তে পারে।
ওয়েবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে করণীয়
* ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েবে একাউন্ট খুলুন।
* বাম দিকের কোণে থ্রি ডটেট অপশনে ক্লিক করে ক্রিয়েট রুমে ক্লিক করুন।
* এবার স্ক্রিনে কনটিনিউজ ইন ম্যাসেঞ্জারে ক্লিক করুন।
* সবশেষ পাঠিয়ে দিন ভিডিও কলের লিংক।
আর হ্যাঁ, ওয়েবে ভিডিও লিংক পাঠাতে অবশ্যই খোলা রাখতে হবে আপনার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট।
সূত্র: জি নিউজ