মাইক্রোসফট ওয়ার্ড 2007/2010 এ Home, Insart, Page Layout, Rerefences, Mailings, Review, View Ribbon Tabs আছে। মাইক্রোসফট ২০০৭/২০১০ ভাল করে বুঝতে হলে রিবন গুলো ভাল করে বুঝতে হবে।
Home Ribon-
এ রিবন এ ক্লিক করলে আমরা text formatting, cut, copy and paste, paragraph formatting, styles and find and replace ইত্যাদি পাব।
Insert Ribbon-
এ রিবন এ ক্লিক করলে আমরা Cover page, Table, Picture, Clip art, Shapes, Smart Art, Header, Footer, Page Number, Text Box, Word Art ইত্যাদি কমান্ড পাব।
Page Layout Ribbon-
এ রিবন এ ক্লিক করলে আমরা Themes, Margins, Siz, Columns, Page Breaks, Page Backround ইত্যাদি কমান্ড পাব।
References Ribbon-
এ রিবন এ ক্লিক করলে আমরা Proofing (Spelling & Grammar, Word Count), Comments ইত্যাদি কমান্ড পাব।
Mailings Ribbon-
এ রিবন এ ক্লিক করলে আমরা Crate, Start Mail Merge, Write & Insert Fields, Previes Results, Finish ইত্যাদি কমান্ড পাব।
Review Ribbon-
এ ক্লিক করলে আমরা Proofing (Splling & Grammar, Word Count), Comments ইত্যাদি কমান্ড পাব।
View Ribbon-এ
ক্লিক করলে আমরা Document Views, Zoom, Windows, Macros ইত্যাদি কমান্ড পাব।
এভাবে বিভিন্ন রিবন এ ক্লিক করে সেই রিবন সম্পর্কে জানা যাবে ও সংশ্লিষ্ট কমান্ড সমূহ ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো যায়।
ইনশাআল্লাহ্ আগামী ক্লাসে ডুকুমেন্ট তৈরী করা নিয়ে আলোচনা করা হবে।