আপনার হার্ড ড্রাইভ ফরমেট হয়ে গেলে যেভাবে আপনার গুরুত্বপূর্ণ ফাইল ফিরে পাবেন

TechtunesBd

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

যে কোন  ভাবে আপনার উইন্ডোজ থেকে হার্ড ড্রাইভ ফরমেট হয়ে যেতে পারে। যেমন উইন্ডোজ সেট আপ এর সময় অথবা অন্য যে কোন উপায়ে দুর্ঘটনা ঘটতেই পারে। এ জন্য হতাশ না হয়ে নিচের স্টেপ গুলো ফলো করলেই আপনি আপনার কাঙ্খিত ফাইল ফেরত পেতে পারেন।

আশা করি আপনি খুব সহজেই

EaseUS Data Recovery

সফটওয়্যার এর মাধ্যমে আপনার হারানো ফাইল ফিরে পেতে পারেন। এর জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।

১। আপনাকে অবশই ক্র্যাক সহ সফটওয়্যার টি ডাউনলোড করতে হবে। সে জন্য প্রথমেই নিচের লিঙ্ক থেকে EaseUS Data Recovery সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।


EaseUS Data Recovery

ডাউনলোড করতে

এখানে

ক্লিক করুন।

২। এরপর জিপ ফাইল টি এক্সট্র্যাক্ট করে নিন এবং EaseUSDataRecoveryWizardPro-7.5.exe ফাইল টি ইন্সটল করে নিন। এরপর নিচের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন।

how to recover hard drive easily

৩। ইন্সটল করার পর সফটওয়্যার টি ওপেন হবে। এবার সফটওয়্যার এর উইন্ডো কেটে দিন।

৪। এখন সফটওয়ার টি ক্র্যাক করার জন্য “crack” ফোল্ডার এর মধ্যে ঢুকে ৩২ বিট উইন্ডোজ এর জন্য ৩২ ফাইল এবং ৬৪ বিট এর জন্য ৬৪ ফাইল সিলেক্ট করে ডাবল ক্লিক করে ক্র্যাক করে ফেলুন।

৫। এখন সফটওয়্যার টি ওপেন করলে দেখতে পারবেন ক্র্যাক হয়ে গেছে। ক্রাক হবার পর নিচের স্ক্রীনশট এর মত দেখতে পারবেন। যদি এরকম টা হয় তাহলে বুঝবেন ক্র্যাক হয়ে গেছে।

how to recover hard drive

এরপর আপনি ওই সফটওয়্যার এ সবকিছু দেখলেই বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। কোন কিছু সমস্যা হলে নিচের

ইউটিউব

ভিডিও দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *