আপনার ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিন ৩০০% এর থেকে ও বেশি

TechtunesBd

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন, আমি ও আল্লাহ রহমতে ভালো আছি।

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে আপনার ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিতে পারেন ৩ গুণ পর্যন্ত। হে বন্ধুরা আজ এমন একটি ব্রাউজার এর কথা বলবো যে ব্রাউজারটি ব্যাবহার করলে আপনার ইন্টারনেট স্পীড ৩গুণ বেড়ে যাবে, এবং কি অ্যাড ব্লক এর সুবিধা যা আপনি যখন কনো কিছু ব্রাউজ করবেন তখন কনো অ্যাড শো করবে না আপানর ফোনে। এই ব্রাউজারটি ব্যাবহার করলে আপনি ভুলে যাবেন chrome, opera mini, uc browser এবং mozilla firefox এর কথা। এই ব্রাউজার টিতে অনেক গুলা সুবিধা রয়েছে। এই ব্রাউজারটি ব্যাবহার করতে পারবেন মোবাইল এবং কম্পিউটার দিয়ে। নিছে লিংক দেয়া আছে আপনারা ডাউনলোড করে নিন।


ডাউনলোড করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *